Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিএজি কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১২-১৪ মে ২০২৪ খ্রি: পর্যন্ত ০৩ (তিন) দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম ও আলোচনা সভা, ইউএও কমলগঞ্জ, মৌলভীবাজার।
বিস্তারিত

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় তথা নিরীক্ষা ও হিসাব বিভাগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনদিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভার বক্তব্য

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় তথা নিরীক্ষা ও হিসাব বিভাগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনদিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি জনাব জয়নাল আবেদীন মহোদয়, সহ বিশিষ্টব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সেবা প্রত্যাশী, মিডিয়াকর্মী সহ সবাইকে স্বাগতম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি,


আসসালামু আলাইকুম।

শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি ১৫ আগস্ট ১৯৭৫ সালে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ সকল শহিদদের এবং একই সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধা সহ সকল শহিদদের।


সম্মানিত সুধী,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুরদর্শিতার ফসল হিসেবে ১৯৭৩ সালে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় প্রতিষ্ঠিত হয় এবং ১১ মে বাংলাদেশের প্রথম কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) নিযুক্ত করেন যা ছিল সামগ্রিক সরকারি আর্থিক ব্যবস্থাপনায় জনগণের স্বার্থ সুরক্ষিত করার অত্যন্ত গুরুত্বপুর্ন পদক্ষেপ।


চতুর্থ শিল্পবিপ্লবের প্রাক্কালে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ঘটিয়ে ডিজিটাল বাংলাদেশ আজ বিদ্যমান বাস্তবতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্বে “ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণের পর আমরা সকলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছি।


জাতির পিতার দেখানো পথ ধরে জনগণের সম্পদ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের কাছে সেবা পৌঁছে দিতে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় এবং এর আওতাধীন কার্যালয়সমূহ সংবিধান প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর।


বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় এবং এর আওতাধীন কার্যালয়সমূহ তাদের উপর অর্পিত দায়িত্ব বিনয়, সৌজন্য, আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে পরিপালন এবং হিসাবরক্ষণ কার্যালয়সমূহকে একটি আধুনিক, ডিজিটাল এবং মানব কল্যাণমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে নিয়ে বর্তমান বাংলাদেশের মাননীয় কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল জনাব মো: নূরুল ইসলাম স্যার কর্তৃক নানাবিধ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ এবং তার সফল বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে অন্যতম হলো:


  • পেনশন সেবাসহ সরকারি সকল আর্থিক সেবায় দেশব্যাপী সকল হিসাবরক্ষণ কার্যালয়ে সেবা প্রদানে দ্রুততা, মানবিকতা, ন্যায্যতা ও আন্তরিকতা নিশ্চিত করার জন্য ওয়ানস্টপ সার্ভিস পরিচালনা করা হচ্ছে। শুধু তাই নয়, সন্মানীত সেবা গ্রহীতাগনের কাছ থেকে নিয়মিতভাবে অনলাইন সার্ভিস ফিডব্যাক নিয়ে টেলিফোনের মাধ্যমেসেবা প্রাপ্তির বিষয়টি ক্রসচেক করে নিশ্চিত করা হচ্ছে।
  • মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২১ এর মধ্যে শতভাগ সম্মানিত পেনশনারদেরই এফটির আওতায় আনয়ন এবং স্ব স্ব ব্যাংক একাউন্টে প্রতি মাসের প্রথম কর্মদিবসে পেনশনের অর্থ প্রেরণ করা হচ্ছে। সিএজি স্যার এর নেতৃত্বে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পেনশনারদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরে আমরা গর্বিত।
  • হেল্প ডেস্কে ফোন কলের মাধ্যমে পেনশন সংক্রান্ত যাবতীয় সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং সিএএফও, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট এর ওয়েবসাইট থেকে তাৎক্ষণিকভাবে পেনশন সংক্রান্ত তথ্য পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
  • Mobile App এর মাধ্যমে সম্মানিত পেনশনারগণ যাতে ঘরে বসেইলাইফ ভেরিফিকেশন করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে।
  • ঢাকা সহ সকল বিভাগ, জেলা পর্যায় পর্যন্ত হিসাবরক্ষণ অফিস হতে সরকারি অর্থ পরিশোধে EFT এর পাশাপাশি Magnetic Ink Character Recognition (MICR) চেকের ব্যবহার এবং সরকারি অর্থ কোষাগারে জমাদানের ক্ষেত্রে অটোমেটেড চালান ব্যবস্থা চালুর মাধ্যমে সরকারের ক্যাশম্যানেজমেন্টকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
  • ১২ লক্ষ সরকারি কর্মচারীগণের মাসিক বেতন অনলাইনে দাখিল এবং প্রতি মাসের প্রথম কর্মদিবসে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এর  মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে প্রদান করা হচ্ছে।
  • আরও একটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো- প্রায় ১১ লক্ষ কর্মকর্তা-কর্মচারীর সাধারণ ভবিষ্য তহবিলের হিসাবসম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হয়েছে যার ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজেরাই তাদের GPF হিসাব অনলাইনে দেখতে পারেন এবং প্রয়োজনে প্রিন্ট আউট নিতে পারেন।
  • এ ছাড়াও,সরকারি কর্মচারীগণের ছুটির হিসাব অটোমেশন এর আওতায় আনা হচ্ছে।
  • বিশেষভাবে উল্লেখ্য যে,
  • করোনাকালে কেন্দ্রীয় পর্যায়ে বিশেষ মনিটরিং টিমের নিবিড় তদারকির ফলে দেশব্যাপী সকল হিসাবরক্ষণ অফিস হতে সরকারের সকল ধরনের আর্থিক পরিশোধ কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে জনকল্যাণ ও অর্থনীতির নিরবচ্ছিন্নতা নিশ্চিত করা হয়েছে।
  • সরকারি কর্মচারীগণের বিভিন্ন ভাতাদি (দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ইত্যাদি) রঅনলাইনে আইবাস++ এর মাধ্যমে দাখিল এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে প্রদান করা হচ্ছে।
  • এছাড়া, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বিভিন্ন ভাতা যেমন মুক্তিযোদ্ধাভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা, ছাত্রউপবৃত্তি ইত্যাদি ইএফটি এর মাধ্যমে সুবিধাভোগীর নিকট প্রেরণ করা হচ্ছে।
  • সার্বিকভাবে  অটোমেশনের সুফল শুধু সেবাগ্রহীতাই পাচ্ছে না বরং সরকারের বার্ষিক আর্থিক হিসাব ও উপযোজন হিসাব স্বয়ংক্রিয়ভাবে আইবাস++ এর মাধ্যমে যথাসময়ে প্রস্তুত করা হচ্ছে।

হিসাব সেবার পাশাপাশি নিরীক্ষা সেবাতেও ডিজিটাল কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে প্রবর্তন করা হয়েছে অডিট মনিটরিং এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এএমএমএস) সফট্ওয়্যার। সফট্ওয়্যারটির মাধ্যমে নিরীক্ষা পরিকল্পনা, নিরীক্ষা বাস্তবায়ন কার্যক্রমের মনিটরিং এর পাশাপাশি রেস্পন্সিবল পার্টি (অডিটিপ্রতিষ্ঠান) এর সাথে অডিট আপত্তির সংখ্যা যথাযথভাবে নিরূপণ করা সম্ভবপর হচ্ছে। এছাড়াও,পার্লামেন্ট কর্তৃক অডিট রিপোর্টের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত সমূহ নির্বাহী কর্তৃপক্ষ যথাযথ ভাবে বাস্তবায়ন করছে কিনা তা মনিটরিং করা সহজতর হবে।


এ সফট্ওয়্যার ব্যবহার করে অডিট অধিদপ্তর এবং অডিটি প্রতিষ্ঠান অডিট আপত্তির জবাব প্রমাণক সহ আদান-প্রদান করতে পারবে। এতে করে হ্রাসপাবে এই সংক্রান্ত ব্যয় ও সময়। সর্বোপরি, মন্ত্রণালয় ও বিভাগ   তার আওতাধীন দপ্তর/সংস্থা সমূহ নিরীক্ষা মন্তব্য বা সুপারিশের আলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে কিনা তা তদারকি করতে সক্ষম হবে।

এছাড়াও,আইটি অডিটসেল, পারফরমেন্স অডিট সেল গঠনের মাধ্যমে ডিজিটাল পরিবেশে অডিটকে আরোও কার্যকর এবং জনগণের জীবন মান উন্নয়নে সম্পদের দক্ষ ব্যবহার ও লক্ষ্য অর্জন বিষয় গুরুত্বারোপ দিয়ে পারফরমেন্স অডিট এর শাখা বৃদ্ধি করা হয়েছে।


মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শন হচ্ছে সবার জন্য উন্নয়ন। এর জন্য গৃহীত বিভিন্ন কল্যাণ মূলক কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে দুস্থজন গোষ্ঠীর কাছে এসকল কর্মসূচীর সুফল পৌঁছাচ্ছে কিনা তা নিশ্চিত করণের জন্য নিয়মিত এ সংক্রান্ত পারফরমেন্স অডিট পরিচালনা করা হচ্ছে। একই সাথে সম্পাদন করা হচ্ছে পরিবেশ নিরীক্ষা ও জলবায়ু জনিত নিরীক্ষা।


সরকারি অর্থের অপচয় রোধের মাধ্যমেও আরও বেশী বেশী অর্থ উন্নয়ন ও জনকল্যাণে ব্যয় করা সম্ভব। যথাযথ ভাবে বাজেট প্রাক্কলন করে জনসেবা ও জনকল্যাণের মান ও পরিমাণ বজায় রেখে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কতটা দক্ষতা ও মিতব্যায়িতার সাথে কাজ করছে তা নিশ্চিত করণের জন্য নিয়মিত দক্ষ বাজেট ব্যবস্থাপনা অডিট ও প্রকিউরমেন্ট অডিট পরিচালনা করা হচ্ছে।


নিয়মিত সেবা প্রদানে আমাদের চলমান কার্যক্রম সিএজি কার্যালয়ের ৫১তম  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৩ (তিন) দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, সেগুলো হলো:


  • অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্ট সংক্রান্ত ডকুমেন্টরি প্রদর্শন;
  • বেতন-ভাতাদি, জিপিএফ, পেনশন, অডিট আপত্তি ও প্রযোজ্য অন্যান্য সকল সেবা/বিষয়ে সেবা ও পরামর্শ প্রদান;
  • সন্মানিত পেনশনারের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মন্তব্য গ্রহণ।

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের মাননীয় কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল জনাব মো: নূরুল ইসলাম স্যার এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আওতাধীন সকল অফিসের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের পরিশোধ ও হিসাবরক্ষণ ব্যবস্থাকে আরো শক্তিশালী ও আধুনিকায়ন করার মাধ্যমে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমকে আরো উন্নততর করা হচ্ছে।


বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে  সরকারি চাকরিজীবী হিসেবে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে জনগণের সেবা করাই আমাদের অঙ্গীকার এবং আমরা সে লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সবসময় কাজ করে যাচ্ছি।


পরিশেষে, আমাদের এসকল কার্যক্রমে অর্থ বিভাগ এবং এসপিএফএমএস কর্মসূচি হতে সহযোগিতার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে উপজেলা প্রশাসনসহ আপনাদের সকলকে সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ এবং আজকের এই আলোচনা সভায় উপস্থিত হয়ে এই বিশেষ সেবা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদানের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।


সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে শেষ করছি।

জয় বাংলা,বাংলাদেশ চিরজীবী হোক।


ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
12/05/2024
আর্কাইভ তারিখ
31/05/2024